আজকাল ওয়েবডেস্ক: একের পর এক টি–টোয়েন্টি সিরিজ জিতে চলেছেন অধিনায়ক হিসেবে। কিন্তু ব্যাট হাতে ডাহা ফেল সূর্যকুমার যাদব। এমনকী রানে নেই সূর্যর ডেপুটি শুভমান গিলও। তিনি আবার গোড়ালিতে চোট পেয়ে আমেদাবাদে খেলতে পারেননি।
শনিবার মুম্বইয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের দল বাছবেন জাতীয় নির্বাচকরা। যা খবর, তাতে সূর্য যা গিলকে পদ থেকে সরানোর কোনও খবর নেই। তবে সূত্রের খবর, টি–টোয়েন্টি বিশ্বকাপের পর সূর্যকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। কারণ দুটো। এক, ৩৫ এর উপর বয়স হয়ে গিয়েছে সূর্যর। আর দুই, গত এক বছর ধরে রানের মধ্যে নেই অধিনায়ক।
গত ১৪ মাসে ভারত ২৪টি টি–টোয়েন্টি খেলেছে। যেখানে ব্যাটার সূর্যর রান নেই বললেই চলে। অধিনায়ক হিসেবেই তিনি দলে রয়েছেন। শনিবার আবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি–টোয়েন্টি সিরিজের জন্যও ১৫ সদস্যের দল বাছবেন নির্বাচকরা। ওই দলটাই যে বিশ্বকাপের দল হতে চলেছে সে বিষয়ে সন্দেহ নেই।
ভারতের সম্ভাব্য বিশ্বকাপের দল এরকম হতে পারে: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ–অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেটরক্ষক–ব্যাটার), অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক–ব্যাটার), ওশাশিংটন সুন্দর।
স্ট্যান্ড বাই থাকতে পারেন: যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, শাহবাজ আহমেদ/ নীতীশ কুমার রেড্ডি, প্রসিধ কৃষ্ণা।
এটা ঘটনা, গিল যদি টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে সুস্থ না হয়ে উঠতে পারেন, সেক্ষেত্রে জয়সওয়ালকে নেওয়া হতে পারে। তাই তাঁকে স্ট্যান্ড বাই রাখা হতে পারে। এমনকী নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজেও তাঁকে দেখে নেওয়া হতে পারে।
এছাড়া চোট রয়েছে অক্ষর প্যাটেলেরও। তিনিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ দুই ম্যাচ খেলতে পারেননি। তাই স্ট্যান্ড বাই হিসেবে বিশ্বকাপের দলে বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদকে রাখা হতে পারে।
এদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, দুপুর দেড়টায় দল ঘোষণা করা হতে পারে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দল মোটামুটি ঠিক করেই ফেলেছেন নির্বাচকরা। আনুষ্ঠানিক ঘোষণাটাই যা বাকি। হেড কোচ গৌতম গম্ভীর দল নির্বাচনী সভায় উপস্থিত থাকতে পারেন। জানা গেছে, টি–টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বৈঠকে উপস্থিত থাকবেন। সাংবাদিক বৈঠক করবেন অধিনায়ক ও নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার।
