আজকাল ওয়েবডেস্ক: মর্মান্তিক ঘটনা! ঋতুচক্র চলায় অষ্টম শ্রেণির পড়ুয়াকে ক্লাসের বাইরে বসেই পরীক্ষা দিতে হল। কাঠগড়ায় স্কুল কর্তৃপক্ষ। ঘটনাটি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের।

ঘটনার দিন বিজ্ঞান পরীক্ষা চলছিল তামিলনাড়ুর বেসরকারি স্কুলটিতে। তরুণীর বাবার  অভিযোগ, পরীক্ষা চলাকালীনই তরুণী স্যানেটারি ন্যাপকিন  চায় প্রধান শিক্ষিকার  কাছে। সেইসময় ওই তরুণীকে ক্লাসের বাইরে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন প্রধানশিক্ষিকা।  ঘণ্টা খানিক তরুণীকে শাস্তিস্বরূপ দাঁড়িয়ে থাকতে বলা হয়।

বাড়ি ফিরতেই মেয়েকে করুণ অবস্থায় দেখে মা ছুটে আসেন। মায়ের প্রশ্নের কাছে পড়ে তাঁর সঙ্গে হওয়া গোটা ঘটনা খুলে বলে ওই তরুণী। সম্প্রতি এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

মেয়ের সঙ্গে হওয়া গোটা ঘটনা জানিয়ে তরুণীর বাবা নারী সুরক্ষা দপ্তরের কাছে অভিযোগ করেছেন বলেও খবর।

ঘটনা সম্পর্কে আরও জানা গিয়েছে, গ্রামবাসীদের একাংশ সকাল ১০.৩০ নাগাদ স্থানীয় সাব-কালেক্টরের দপ্তরে পৌঁছন।  জেলা প্রশাসকের কাছে এই ঘটনা সম্পর্কে অভিযোগ করে ওই স্কুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তাঁরা।