আরিয়ান খানের পরিচালনায় তৈরি সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর শুটিং চলাকালীন তাঁর সঙ্গে  শাহরুখ-পুত্রের একাধিক বিষয়ে মতবিরোধ হয়েছিল, এ কথা প্রকাশ্যে জানালেন অভিনেতা মনোজ পাহওয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ওই সিরিজে ব্যবহৃত অশালীন ভাষার সংলাপ নিয়ে শুরুতে বেশ অস্বস্তিতে ছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত আরিয়ান খানের আশ্বাসেই সেই দৃশ্যগুলো অভিনয় করতে রাজি হন মনোজ।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে মনোজ পাহওয়া বলেন, “দু’-একবার আমাদের মধ্যে মতবিরোধ হয়েছিল।” তিনি জানান, সিরিজে তিনি যে রুক্ষ ও অশালীন এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন, সেই চরিত্রের সংলাপে অতিরিক্ত গালাগালির ব্যবহার তাঁকে দ্বিধায় ফেলেছিল। মনোজের কথায়, “আমি বলেছিলাম, এত গালাগালি কেন? মানে, এর ফলে লোকটা তো ভীষণ অসভ্য হয়ে যাচ্ছে।” সেই সময় আরিয়ান খান তাঁকে আশ্বস্ত করে বলেন, “স্যার, বিশ্বাস করুন, এটা পর্দায় দেখতে ভালই লাগবে।”

 

 

 

 

 

 

মনোজ আরও জানান, একটি নির্দিষ্ট সংলাপ তাঁকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছিল। সিরিজে শাহরুখ খানকে উদ্দেশ্য করে ‘ঘণ্টে কা বাদশাহ’ বলার দৃশ্য নিয়ে তিনি আপত্তি তুলেছিলেন। অভিনেতার কথায়, “আমি বলেছিলাম, শাহরুখ স্যারকে এভাবে বলা কি ঠিক হবে?” তখন আরিয়ান স্পষ্টভাবে জানিয়ে দেন, এই সিরিজের চিত্রনাট্য আগেই পড়ে দেখেছেন শাহরুখ খান। শুধু তাই নয়, এই সংলাপ রাখার ব্যাপারে তাঁর অনুমোদনও ছিল।

 

মনোজ পাহওয়ার দাবি অনুযায়ী, আরিয়ান তাঁকে বলেছিলেন, “বাবা চিত্রনাট্য পড়ে ফেলেছেন। আপনার মুখে গালিটা বেশ ভাল শোনায়। তাই বাবা বলেছেন, এটা অবশ্যই রাখা উচিত।” এই কথার পরেই মনোজ নিশ্চিত হন যে, বিষয়টি নিয়ে আর দ্বিধার কোনও জায়গা নেই।

 

উল্লেখ্য, ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। এই সিরিজে অভিনয় করেছেন ববি দেওল, লক্ষ্য, সাহের বাম্বা, মনোজ পাহওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, অনন্যা সিং, বিজয়ান্ত কোহলি-সহ আরও অনেকে। গল্পের কেন্দ্রে রয়েছে আসমান সিং (লক্ষ্যা), এক উচ্চাকাঙ্ক্ষী বহিরাগত অভিনেতা, যে বলিউডে নিজের জায়গা করে নিতে চায়। সেই পথেই ধীরে ধীরে তার সামনে উন্মোচিত হয় ইন্ডাস্ট্রির ঝলমলে কিন্তু নিষ্ঠুর বাস্তবতা।

 

প্রসঙ্গত, সম্প্রতি এই সিরিজটিকেই ভারতের ২০২৫ সালের সবচেয়ে জনপ্রিয় সিরিজ হিসেবে ঘোষণা করেছে আইএমডিবি। তালিকায় ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর পরেই রয়েছে ‘ব্ল্যাক ওয়ারেন্ট’, ‘পাতাল লোক সিজন ২’ এবং ‘পঞ্চায়েত সিজন ৪’।