আজকাল ওয়েবডেস্ক: শীতকালীন অধিবেশনে সংসদের দুই কক্ষের মোট ১৪ সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। সোমবারে সংসদের মকর দ্বারের সিঁড়িতে ধর্নায় বসেছেন বিরোধী দলের সাংসদরা। গত কয়েকদিন ধরে সংসদ সহ গোটা দেশ উত্তাল সংসদ-হামলা কাণ্ডে। বুধবারের পর, বৃহস্পতিবার বার সংসদে এই প্রসঙ্গে মন্তব্য করেন বিরোধী দলগুলির সাংসদরা। তাঁরা ঘটনা প্রসঙ্গে শুরু থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছিলেন। বিরোধী দলের ১৪ সাংসদকে অসংসদীয় আচরণের জন্য সমগ্র শীতকালীন অধিবেশন থেকেই সাসপেন্ড করা হয়েছে। সোমবার তাঁরা সংসদের মকর দ্বারের সিঁড়িতে ধর্নায় বসেন। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে তাঁদের সঙ্গে কথা বলতে দেখা যায়। সংসদের হামলা কাণ্ডের জেরে দুই কক্ষ সোমবারেও দফায় দফায় উত্তপ্ত হয়। সোমবারেও সংসদের নিরাপত্তা নিয়ে দুই কক্ষের সাংসদরা আলোচনার দাবি জনান। দফায় দফায় ফের উত্তপ্ত এবং মুলতুবি হয় লোকসভা এবং রাজ্যসভার কক্ষ।
