আজকাল ওয়েবডেস্ক: গরমে পুড়ছে উপত্যকা। গত ৫০ বছরে এত গরম পড়েনি শ্রীনগরে। বৃহস্পতিবার ২২ মে ৫৭ বছরের রেকর্ড গরম পড়ল উপত্যকায়। মৌসম ভবনের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
প্রসঙ্গত, এর আগেও ৩০ ডিগ্রির ঘর পার করেছে কাশ্মীরের তাপমাত্রা। ১৯৬৮ সালে ২৪ মে শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। তারপর আর এত গরম পড়েনি। যা পড়ল ২২ মে ২০২৫। পরিসংখ্যান বলছে, গত ৫৭ বছরে গত বৃহস্পতিবার ২২ মে ছিল উষ্ণতম কাশ্মীর।
এছাড়াও ১৯৫৬ সালের ৩১ মে ৩৫ ডিগ্রিতে পৌঁছেছিল উপত্যকার তাপমাত্রা। বৃহস্পতিবারের তাপমাত্রা শ্রীনগরের তৃতীয় সর্বোচ্চ তাপমাত্রা মে মাসে।
দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগের তাপমাত্রা সর্বকালীন রেকর্ড পার করেছে। বৃহস্পতিবার এখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০০১ সালের ১৫ মে সর্বোচ্চ ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এই এলাকায়। তাপমাত্রা বাড়তেই শিক্ষা দপ্তরের তরফে স্কুলের পঠনপাঠনের সময়ে পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীনগর পুর এলাকার স্কুলগুলি সকাল ৮ টা ৩০ থেকে ২ টো ৩০ পর্যন্ত খোলা থাকবে। পুর এলাকার বাইরের স্কুলগুলিতে সকাল ৯ টা থেকে দুপুর ৩ টে পড়াশুনো হবে বলে জানানো হয়েছে।
