আজকাল ওয়েবডেস্ক: হরিয়ানার সোনিপত জেলায় শুক্রবার রাতে জমি বিরোধের জেরে বিজেপি'র স্থানীয় নেতা সুরেন্দ্র জওহরকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির পরিচয় সুরেন্দ্র জওহর বলে শনাক্ত করা হয়েছে, তিনি বিজেপি-র মুন্ডলানা মন্ডল সভাপতি ছিলেন। শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ জওহর গ্রামে তাঁর প্রতিবেশী তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে।

পুলিশ জানিয়েছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল, যেখানে সুরেন্দ্র জওহর অভিযুক্তের পিসির নামে জমি কিনেছিলেন। এই বিষয়ে অভিযুক্ত আগেও তাঁকে জমিতে না আসার জন্য সতর্ক করেছিল। তবে শুক্রবার রাতে জমি পরিষ্কার করতে গেলে অভিযুক্ত তাঁকে গুলি করে হত্যা করে।

অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (অপরাধ) ঋষিকান্ত জানিয়েছেন, এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে।

ঋষিকান্ত বলেন, "গতকাল সন্ধ্যায় আমাদের কাছে খবর আসে যে জওহরা গ্রামে গুলির ঘটনা ঘটেছে এবং ‘নম্বরদার’ (গ্রামপ্রধান) সুরেন্দ্র গুলিবিদ্ধ হয়েছেন। আমরা তিনটি দল গঠন করেছি এবং খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। ঘটনার পেছনে জমি বিরোধই মূল কারণ।"

ঘটনাস্থলেই সুরেন্দ্র জওহর মারা যান। পুলিশ এই হত্যার বিষয়ে তদন্ত শুরু করেছে।