আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনা গুজরাটে। গাড়ি, বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় প্রাণ গেল ছ'জনের। গুরুতর আহত হয়েছেন আরও আটজন। মৃতদের মধ্যে এক শিশুকন্যাও রয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের সবরকন্ঠ জেলায়। পুলিশ জানিয়েছে, সরকারি বাসটি আম্বাজি থেকে ভদোদরার দিকে যাচ্ছিল। উল্টোদিকের সড়ক দিয়ে যাচ্ছিল যাত্রীবাহী একটি জিপ। হিঙ্গাটিয়া গ্রামের কাছে রাজ্য সড়কের উপরেই নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষ হয়। 

 

এই সংঘর্ষের পরেই একটি বাইকও জিপে সজোরে ধাক্কা মারে‌। জোড়া সংঘর্ষের পর জিপটি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা দুর্ঘটনার পর তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করেন‌। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ছ'জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

 

পুলিশ জানিয়েছে, মৃতেরা অধিকাংশই পুরুষ এবং জিপের যাত্রী ছিলেন। তাঁরা সকলেই সবরকন্ঠ জেলার বাসিন্দা ছিলেন। আটজন আহতকে হিম্মতনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ এই দুর্ঘটনার মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে।