আজকাল ওয়েবডেস্ক: শিবসেনা একনাথ শিন্ডে শিবিরের নেতা রাজেশ শাহ। তাঁর ছেলের গাড়ির ধাক্কাতেই প্রাণ হারিয়েছেন কাবেরী নাভাক। ছেলে মিহিরকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। বিএমডাব্লু হিট অ্যান্ড রান ঘটনায় বাবা রাজেশ শাহকে পুলিশ আটক করেছিল। প্রাথমিকভাবে ১৪ দিনের জেল হেফাজতের কথা বলা হলেও পরে জামিন পান তিনি। বুধবার জানা গেল পালঘর জেলার শিবসেনা শিন্ডে শিবিরের নেতাকে দল থেকে সাসপেন্ড করেছেন খোদ একনাথ শিন্ডে।
উল্লেখ্য, এর আগেই একনাথ শিন্ডে জানিয়েছিলেন, কোনওভাবেই রেয়াত নয় দোষীকে। উল্লেখ্য, রবিবার ওরলি এলাকায় মাছ কিনতে বেরিয়েছিলেন নাকভা দম্পতি। হঠাৎই ধাক্কা বিএমডব্লিউর। কাবেরীকে ওই অবস্থাতেই গাড়ি টেনে নিয়ে যায় ১০০ মিটার। গুরুতর আহত অবস্থায় ফেলে যায়। মৃত্যু হয় কাবেরী নাকভার। নতুন ফৌজদারি আইনে মামলা দায়ের করা হয়।
কাবেরী নাকভার স্বামী প্রদীপ রবিবার বলেন, ‘এরা বড় মানুষ। কেউ কিছুই করবে না। ভোগান্তি আমাদের।' মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছিলেন, 'আইন আইনের মতো চলবে। আমি পুলিশের সঙ্গে কথা বলেছি। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।' মিহিরের গ্রেপ্তারির পরেই, বুধবার সাসপেন্ড করা হল রাজেশকে।
উল্লেখ্য, এর আগেই একনাথ শিন্ডে জানিয়েছিলেন, কোনওভাবেই রেয়াত নয় দোষীকে। উল্লেখ্য, রবিবার ওরলি এলাকায় মাছ কিনতে বেরিয়েছিলেন নাকভা দম্পতি। হঠাৎই ধাক্কা বিএমডব্লিউর। কাবেরীকে ওই অবস্থাতেই গাড়ি টেনে নিয়ে যায় ১০০ মিটার। গুরুতর আহত অবস্থায় ফেলে যায়। মৃত্যু হয় কাবেরী নাকভার। নতুন ফৌজদারি আইনে মামলা দায়ের করা হয়।
কাবেরী নাকভার স্বামী প্রদীপ রবিবার বলেন, ‘এরা বড় মানুষ। কেউ কিছুই করবে না। ভোগান্তি আমাদের।' মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছিলেন, 'আইন আইনের মতো চলবে। আমি পুলিশের সঙ্গে কথা বলেছি। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।' মিহিরের গ্রেপ্তারির পরেই, বুধবার সাসপেন্ড করা হল রাজেশকে।
