আজকাল ওয়েবডেস্ক : প্রবল চাপে সমাজবাদী দলের এক নেতা। বীরেন্দ্র বাহাদুর পাল নামে ওই নেতার বিরুদ্ধে নিজের সহকর্মী এক মহিলা আইনজীবীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ওই মহিলা আইনজীবি অভিযোগ করেছে তাঁকে কিছু ছবি এবং ভিডিও দেখিয়ে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করেছে এই সমাজবাদী দলের নেতা। এমনকি তাঁকে জোর করে সহবাস করতেও বাধ্য করেছেন এই নেতা এমনই অভিযোগ।

 

ওই মহিলা আইনজীবীর বয়াণের ওপর ভিত্তি করে পুলিশ তদন্ত শুরু করেছে। তাঁকে মেডিক্যাল চেক আপ করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। 

 

প্রসঙ্গত এই সমাজবাদী দলের নেতা নিজে একজন আইনজীবী। তার বাবা একজন দক্ষ রাজনীতিবিদ। অখিলেশ যাদবর সঙ্গে তিনি সর্বদা থাকেন। এমনকি সামাজিক মাধ্যমে তার যথেষ্ট নাম আছে। এই অভিযোগের পর তিনি যথেষ্ট চাপে। 

 

এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি কিছু বলতে চাননি। তবে সমাজবাদী দলের পক্ষে বলা হয়েছে পুলিশ নিজের কাজ করবে। যদি ওই নেতা দোষী হন তাহলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে দল। 

 

বিজেপির পক্ষে কটাক্ষ করে বলা হয়েছে এতদিন যারা অন্যের ভুল ধরে বেড়াত এবার তাঁদের ঘরে চোর ধরা পড়েছে। নিজের দোষ ঢাকতে কী করবেন অখিলেশ যাদব।