আজকাল ওয়েবডেস্ক: নির্বাচন কমিশন নির্ঘণ্ট জারি করেছে ইতিমধ্যে। রাজস্থান সহ ৫ রাজ্যে নির্বাচন সামনেই। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলির প্রস্তুতি তুঙ্গে। তার মাঝেই গত ১৫ দিনে রাজস্থান থেকে বাজেয়াপ্ত হয়েছে ২৪৪ কোটি নগদ। রাজ্যের সকল খাতে পুলিশ, আবগারি, আয়কর সংস্থা সহ অন্যান্য সংস্থাগুলি কড়া নজরদারি চালাচ্ছে। অধিকর্তারা জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবছরের বাজেয়াপ্ত করার পরিমাণ অনেক বেশি। ২০২১ সালে বাজেয়াপ্ত হয়েছিল ৩২২ কোটি, ২০২২ সালে ৩৪৭ কোটি টাকা ২০২৩ সালে এখনও পর্যন্ত ১,০২১ কোটি নগদ বাজেয়াপ্ত করেছে নানা সংস্থা। প্রবীণ গুপ্ত জানিয়েছেন জুন মাস থেকে এখনও পর্যন্ত ৬৪৮ কোটি নগদ এবং একাধিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। গত ১৫ দিনের পরিমাণ ২৪৪ কোটি। লোকসভা নির্বাচনের আগে ২০২৩ এর ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন সব রাজনৈতিক দলগুলির জন্য বড় পরীক্ষা। স্বাভাবিক ভাবেই কংগ্রেস, বিজেপি সহ সব দলগুলি নিজেদের সমস্ত শক্তি দিয়ে নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। রাজস্থান এই মুহূর্তে কংগ্রেসের দখলে। এবছরও ক্ষমতা বজায় রাখত লড়াই চালাবে হাত শিবির। অন্যদিকে, বিজেপি লোকসভা নির্বাচনের আগে চেষ্টা চালাবে রাজস্থানকে নিজেদের ঝুলিতে আনতে।