আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনের সময় থেকেই নজর কেড়েছিলেন, ফলাফলের দিন থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনিই। রেবন্ত রেড্ডি। কোন ফর্মুলায় তেলেঙ্গানার সমীকরণ ঘুরিয়েছেন তিনি, জোর আলোচনা সেসব নিয়েও।বৃহস্পতিবার সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন রেবন্ত। গেরুয়া শিবির এখনও জয়ী রাজ্য গুলিতে মুখ্যমন্ত্রী মুখ ঠিক করে উঠতে পারেনি। দফায় দফায় বৈঠক বসলেও সমাধান আসেনি এখনও। তবে তেলেঙ্গানায় কংগ্রেসের জয়ের পর থেকেই নিশ্চিত ছিল, সে রাজ্যে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন অনুমুলা রেবন্ত রেড্ডি। হায়দরাবাদের এলবি স্টেডিয়ামে বৃহস্পতিবার তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান। ইতিমধ্যে আয়োজন হয়েছে ব্যাপক। জল্পনা, তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে জমায়েত হতে পারে এক লক্ষ মানুষের। রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী উপস্থিত থাকবেন বলেও খবর সূত্রের। বৃহস্পতিবার রেড্ডির সঙ্গেই শপথ নেবেন উত্তম কুমার রেড্ডি, শ্রীধর বাবু, পঙ্গুলেতি শ্রীনিবাস রেড্ডি, দানা অনসূয়া, তুম্মলা নাগেশ্বর রাও প্রমুখ। সূত্রের খবর, রেড্ডির শপথ গ্রহণে বিরোধী জোটের নেতা নেত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
