আজকাল ওয়েবডেস্ক: দূর-সম্পর্কের আত্মীয়ের যৌন লালসার শিকার ছ'মাসের শিশু! পাশের গ্রাম থেকে শিশুটিকে দেখতে ছুটে এসেছিলেন ৪৫ বছরের যুবক। ঘরে সে সময় কেউ ছিলেন না। ফাঁকা ঘরেই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। রবিবার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলায়। রামভদ্রপুরম গ্রামে শিশুটির জন্ম হয়েছিল। এর পাশের গ্রামেই অভিযুক্ত থাকতেন। সেদিন শিশুটিকে দেখতে এসেছিলেন। ঘরে সেই সময় শিশুর বাবা-মা কেউ ছিলেন না। সকলের অনুপস্থিতিতে শিশুটিকে যৌন নির্যাতনের পর ধর্ষণের চেষ্টা করেন যুবক। শিশুটির একটানা কান্নার আওয়াজ পেয়ে ছুটে আসেন তার মা। হাতেনাতে ধরা পড়েন ওই যুবক। এর মাঝেই তিনি বাড়ি থেকে পালিয়ে যান।
সেদিন বিজয়নগরম থানায় অভিযোগ দায়ের করে শিশুর পরিবার। স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে ঘোষা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান চালানোর ২৪ ঘণ্টা পর তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করেছে। ঘটনার তদন্ত জারি রয়েছে।
শনিবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলায়। রামভদ্রপুরম গ্রামে শিশুটির জন্ম হয়েছিল। এর পাশের গ্রামেই অভিযুক্ত থাকতেন। সেদিন শিশুটিকে দেখতে এসেছিলেন। ঘরে সেই সময় শিশুর বাবা-মা কেউ ছিলেন না। সকলের অনুপস্থিতিতে শিশুটিকে যৌন নির্যাতনের পর ধর্ষণের চেষ্টা করেন যুবক। শিশুটির একটানা কান্নার আওয়াজ পেয়ে ছুটে আসেন তার মা। হাতেনাতে ধরা পড়েন ওই যুবক। এর মাঝেই তিনি বাড়ি থেকে পালিয়ে যান।
সেদিন বিজয়নগরম থানায় অভিযোগ দায়ের করে শিশুর পরিবার। স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে ঘোষা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান চালানোর ২৪ ঘণ্টা পর তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করেছে। ঘটনার তদন্ত জারি রয়েছে।
