আজকাল ওয়েবডেস্ক: মনে যদি সঠিক সাহস থাকে তবে জীবনের যেকোনও যুদ্ধেই জয়লাভ করা যায়। রাজস্থানে এমনই এক তরুণীর গল্প এখন সকলের মুখে মুখে ঘুরছে। প্রবীণার বাবা ছিল নেশার শিকার। তবে একটি এনজিও সংস্থার পক্ষ থেকে তাঁর পরিবারকে পড়াশোনার গুরুত্ব বোঝায়। নিজের পড়া শেষ করে প্রবীণা। এরপরই পঞ্চায়েত নির্বাচনে লড়ে প্রবীণা। স্থানীয়দের মধ্যে তাঁর জনপ্রিয়তা তাঁকে জিততে সহায়তা করে। এবার সকলের জন্য শিক্ষাই তাঁর প্রধান টার্গেট। অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার পরও বর্তমানে মাত্র ১৯ বছর বয়সে সাতটি গ্রামের গ্রাম পঞ্চায়েত প্রধান হয়েছে প্রবীণা। তাঁকে দেখে অনেকেই এখন বাহবা দিচ্ছেন। জীবনের কঠিন সময় পার করে এসে প্রবীণা জানিয়েছে, জীবনে তাঁর সঙ্গে যা হয়েছে তা অন্য কারও সঙ্গে হতে দেবেন না। প্রতিটি মেয়ে যাতে স্কুলে গিয়ে সঠিকভাবে শিক্ষালাভ করে সেদিকে তিনি নজর রাখবেন।
