আজকাল ওয়েবডেস্ক: বড় মেয়ের কারণে পারিবারিক অশান্তি। দীর্ঘ এক দশক আলাদা থেকেও, অবশেষে প্রতিশোধ নিল বাবা। মেয়ের গলা কেটে খুন করে সে। তারপর প্রমাণ লোপাটের চেষ্টায় মেয়ের দেহ আগুনে জ্বালিয়ে দেয়। ঘটনার পর থেকে পলাতক ওই ব্যক্তি।
পুলিশ সূত্রে খবর, নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে রাজস্থানের পালি জেলায়। গত ১২ বছর এই জেলাতেই একা থাকে শিবলাল। দাম্পত্য কলহের কারণে সন্তানদের নিয়ে স্ত্রী গুজরাটে আলাদা থাকেন। মঙ্গলবার সন্ধ্যায় এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পালি জেলায় এসেছিলেন শিবলালের বড় মেয়ে নীর্মা। সঙ্গে ছিল তাঁর ছোট বোন। সেই অনুষ্ঠানে দুই মেয়ের সঙ্গে দেখা করে শিবলাল।
এরপর অনুষ্ঠান থেকে বেরিয়ে দুই মেয়েকে নিয়ে অদূরে একটি জায়গায় যায় শিবলাল। সেখানে ছোট মেয়ে কাছাকাছি ছিল না। তখনই বড় মেয়েকে খুন করে আগুনে জ্বালিয়ে দেয়। খানিকক্ষণ পর বাবার হাতে রক্ত দেখেই চিৎকার করে গ্রামবাসীদের ডাকে ছোট মেয়ে। পুলিশ আসার আগে পালিয়ে যায় শিবলাল। তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। ব্যক্তির খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে।