আজকাল ওয়েবডেস্ক: এই প্রথম নয়, এর আগেও বারবার রাহুল গান্ধীকে দেখা গিয়েছে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছেন। কখনও তাঁদের সঙ্গে বসে গল্প করেছেন, কখনও কুলিদের সঙ্গে মালপত্র বয়েছেন। এবার দেখা গেল তিনি রাস্তার ধারের দোকানে দোসা তৈরির চেষ্টা করছেন। বিধানসভা নির্বাচনের আগে শুক্রবার তেলেঙ্গানার জাগতিয়াল জেলা সফরে গিয়েছেন রাহুল গান্ধী। যাওয়ার সময় রাস্তার পাশে তাঁকে একটি দোকানে দোসা বানাতে দেখা গিয়েছে। প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা গিয়েছে, রাহুলকে দোসা বানানোয় সাহায্য করছেন দোকানের মালিক। দলের অন্যান্য নেতারাও রয়েছেন সেখানে। দোসা বানানো ছাড়াও রাহুল সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথোপকথন করেন। শিশুদের চকলেট দেন। পরে জাগতিয়ালে একটি জনসভায় তিনি বক্তৃতা দেন। তেলেঙ্গানায় নির্বাচনে কংগ্রেস জিতলে দল কী কী করবে সাধারণ মানুষের জন্য, সেসব সম্পর্কেও বলেন রাহুল। হলুদ চাষিদের ১২ থেকে ১৫ হাজার টাকা সহায়ক মূল্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সেখানে পুনরায় চিনির কারখানা চালু হবে বলেও জানিয়েছেন।  বিজেপি এবং বিআরএস-কে কটাক্ষ করেছেন রাহুল। তেলেঙ্গানায় নির্বাচন রয়েছে ৩০ নভেম্বর, ভোট গণনা হবে ৩ডিসেম্বর।