বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়ের দেবতা মনে করা হয়। এর বিশেষ গুরুত্ব রয়েছে। আপনি যেমন কর্ম করবেন, শনি আপনাকে তেমনই ফল দেন বলে মনে করা হয়। তার প্রভাব জীবনে গভীরভাবে পড়ে, সে শুভ হোক বা অশুভ। বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে এই গ্রহ। আগামী বছর ন্যায়াধিপতি গ্রহ এক বিশেষ যোগ তৈরি করবে যা প্রভাবিত করবে ৩ রাশির জীবনকে। ছবি- সংগৃহীত
2
8
২০২৬ সালে শনি বিশেষ ধন রাজযোগ তৈরি করবে। শনি যখন উদিত অবস্থায় থাকবে সেই সময় এই রাজযোগ তৈরি হবে। শনির কৃপার হাত যে রাশিদের মাথার উপর থাকবে তাঁরা টাকার সাগরে ভাগবে। হুহু করে বাড়বে আয়। তালিকায় আছেন কারা? ছবি- সংগৃহীত
3
8
তুলা: শনিদেব আগামী বছর যে ধন রাজযোগ তৈরি করবে সেটা তুলা রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হবে। এই সময় আপনাদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। দীর্ঘদিন ধরে যে আইনি জটিলতায় জর্জরিত হয়ে রয়েছেন সেটা দূর হবে। রায় আবার পক্ষে যাবে। ছবি- সংগৃহীত
4
8
বৈবাহিক জীবনে সুখ, শান্তি বৃদ্ধি পাবে। দাম্পত্যে মধুরতা বাড়বে। চাকুরিজীবীদের পদোন্নতির সোনাভবিনা রয়েছে। নইলে বেতন বৃদ্ধি হবে। হঠাৎ ধনপ্রাপ্তির যোগ রয়েছে। ছবি- সংগৃহীত
5
8
কর্কট: এই রাশির জাতকদের ভাগ্য ধন রাজযোগে তাঁদের সঙ্গ দেবে। যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য পাবেন। সমাজে মান, সম্মান বাড়বে। আপনার ভাবনা, চিন্তা, বুদ্ধির তারিফ করবে আশেপাশের মানুষ। আপনার কথার গুরুত্ব বাড়বে। ছবি- সংগৃহীত
6
8
কেরিয়ার উন্নতির শিখরে পৌঁছবে। ফলে তরতরিয়ে বাড়বে আয়। বিনিয়োগ করলে ভবিষ্যতে ভাল রিটার্ন পাবেন। আত্মবিশ্বাস বাড়বে। ছবি- সংগৃহীত
7
8
মকর: সম্পত্তি বা গাড়ি কেনার পরিকল্পনা থেকে থাকলে এটাই আদর্শ সময়। কিনে ফেলুন। আপনি যদি কোনও বিশেষ কাজের পরিকল্পনা করে থাকেন, বা নতুন প্রজেক্ট বা কাজ শুরু করতে চান সেটা করুন। সাফল্য পাবেন। ছবি- সংগৃহীত
8
8
পরিবারে শান্তি বজায় থাকবে। সকলের সঙ্গে সুসম্পর্ক আরও দৃঢ় হবে। হঠাৎ সম্পত্তি বা ধনপ্রাপ্তির যোগ রয়েছে। কোনও অপূর্ণ ইচ্ছে, যা বহুদিন ধরে বাকি থেকে গিয়েছে সেটা পূর্ণ হবে। ছবি- সংগৃহীত