কনকনে শীতের স্পেল শুরু বাংলায়। বড়দিন থেকে বাংলার কয়েকটি জায়গায় হাড়কাঁপানো ঠান্ডার পূর্বাভাস রয়েছে। আগামী বছরের শুরু পর্যন্ত চলবে এই স্পেল।
2
7
উত্তুরে হাওয়ার দাপট। সঙ্গে ঘন কুয়াশা। আজ থেকেই বাংলায় শীতের ঝোড়ো ব্যাটিং শুরু। বৃহস্পতিবার থেকে সব জেলাতেই তাপমাত্রার পারদ নামবে।
3
7
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সপ্তাহান্তে আরও নামবে পারদ।
4
7
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে উত্তরবঙ্গের ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে।
5
7
আগামী ২৭ ডিসেম্বরের পর তিনদিন তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না। বড়দিন থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত কনকনে ঠান্ডার আমেজ থাকবে বাংলা জুড়ে।
6
7
হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী দু'দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে নামতে পারে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
7
7
আজ ও আগামিকাল শুক্রবার সকালে বাংলার কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে থাকবে।