আজকাল ওয়েবডেস্ক : আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক মৃত্যুর ঘটনায় এবার সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আগেই এই বিষয়ে মুখ খোলেন প্রিয়াঙ্কা গান্ধী। আর এবার এই বিষয়ে মন্তব্য করলেন রাহুল গান্ধী।


নিজের এক্স হ্যান্ডেলে রাহুল লেখেন, এই ঘটনার পর হাসপাতালে সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গেল। এর পাশাপাশি এটা সম্পূর্ণ প্রশাসনের দায়িত্ব কীভাবে এই ঘটনার তদন্ত হবে। নির্ভয়া কাণ্ডের পর এই ঘটনা কাম্য নয়। হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা উচিত।


রাহুল আরও লেখেন। এই ঘটনার পর সঠিকভাবে বিচার হওয়া উচিত। প্রসঙ্গত এই ঘটনার তদন্ত ইতিমধ্যে সিবিআই এর হাতে চলে গিয়েছে। তারা তদন্ত শুরু করেছে।এই ঘটনার প্রতিবাদে বুধবার রাতে মেয়েরা রাত দখল কর আন্দোলনে নামবে।