আজকাল ওয়েবডেস্ক: অসুস্থ বৃদ্ধা মা'কে চরম শারীরিক নির্যাতন। যা ধরা পড়ল ঘরে রাখা সিসিটিভি ফুটেজে। নির্যাতনের ভিডিওটি প্রকাশ্যে আসতেই পাঞ্জাবের এক আইনজীবীকে গ্রেপ্তার করল পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রোপার এলাকায়। পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ নিয়ে অভিযোগ দায়ের করেন বৃদ্ধার মেয়ে। সম্প্রতি মায়ের সঙ্গে দেখা করতে দাদার বাড়িতে যান ওই মহিলা। সেখানে গিয়ে বৃদ্ধার গায়ে আঘাতের চিহ্ন দেখতে পান। তারপরেই সিসিটিভি ক্যামেরার ভিডিও খতিয়ে দেখেন। হাড়হিম করা দৃশ্য দেখেই পুলিশের কাছে অভিযোগ জানান বৃদ্ধার একমাত্র মেয়ে।
অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই নিজের বাড়িতে শয্যাশায়ী ওই বৃদ্ধা। সেই বাড়িতেই থাকেন তাঁর ছেলে, স্ত্রী ও তাঁদের পুত্র সন্তান। ভিডিওতে দেখা গেছে, বৃদ্ধা মা'কে বেধড়ক মারধর করছেন অভিযুক্ত আইনজীবী। নির্যাতনে সামিল তাঁর স্ত্রী ও সন্তানও। ভিডিও ফুটেজ দেখেই আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর, তাঁর শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন খুঁজে পাওয়া গিয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি শারীরিক নির্যাতনের শিকার বলেই অনুমান পুলিশের।