আজকাল ওয়েবডেস্ক: সংসদ হামলার অভিযুক্তদের অভিপ্রায় কী ছিল? তা নিশ্চিত করতেই এবার করানো হবে মনস্তাত্ত্বিক পরীক্ষা। সূত্রের খবর, ৬ জনের মধ্যে ইতিমধ্যে একজনের পরীক্ষা করা হয়েছে। একে একে বাকি ৫ জনের এই পরীক্ষা করা হবে। মনোবিশারদরা এই পরীক্ষা করছেন, তাতে রয়েছে একটি প্রশ্ন-উত্তর বিন্যাস রয়েছে। ওইসব প্রশ্নের উত্তরে কী বলছে অভিযুক্তরা, সেদিকেই মূলত নজর দেওয়া হবে এবং তার ভিত্তিতেই মনরোগ বিশেষজ্ঞরা খুঁজে বের করবেন সংসদ হামলার পিছনে তাদের অভিসন্ধি। এই পরীক্ষা মূলত সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ফরেন্সিক ল্যাব এবং এফএসএল রোহিণীতে হয়ে থাকে। পরীক্ষায় সময় লাগে অন্তত ৩ ঘন্টা। শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলা এবং শাহবাদ ডায়েরি হত্যা মামলার অভিযুক্তদের ওপর দিল্লি পুলিশ এই মনোবিশ্লেষণ চালিয়েছিল। ১৩ ডিসেম্বরের সংসদ হামলার ঘটনায় অভিযুক্তরা ইতিমধ্যে কারণ হিসেবে জানিয়েছে, বেকারত্ব, কৃষক সমস্যা এবং মণিপুরের অশান্তির দিকে দৃষ্টি আকর্ষণের জন্য এই হামলার পরিকল্পনা। তবে পুলিশ জানিয়েছে, সবদিক থেকেই তদন্ত চলছে।
