আজকাল ওয়েবডেস্ক: বিয়ের অনুষ্ঠানে সাত পাকে ঘুরছিলেন নবদম্পতি। অতিথিরা তাঁদের লক্ষ্য করে মজা করে ফুলও ছুড়ছিলেন। আচমকা চটে লাল পুরোহিত! হাতে থাকা ফুল ভর্তি কাঁসার থালা ছুড়ে মারলেন উল্টো দিকে দাঁড়িয়ে থাকা অতিথিদের! হতভম্ব সকলে। ততক্ষণে থেমে গিয়েছে সানাই। ঘটনাটি ছত্তীসগড়ের কাপু গ্রামের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ১১ সেকেন্ডের এই ভিডিও।
মজার বিষয় হল, ছত্তীসগড়ের কাপু গ্রামের নববধূ প্রতিমা লাহরে এবং বর ইমান লাহরে তাদের সম্প্রদায়ের ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের পরিবর্তে সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের প্রতিকৃতির সামনে সংবিধানকে সামনে রেখে বিয়ের শপথ হিসেবে সাত পাকে ঘুরছিলেন। তখনই ফুল ছোড়াকে কেন্দ্র করে অগ্নিশর্মা হয়ে ওঠে পুরোহিত।
ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, স্বামী-স্ত্রী সাত পাকে ঘুরছিলেন। তাদের লক্ষ্য করে ফুল ছুড়ছিলেন অতিথিরা। কাকতালীয়ভাবে, তার মধ্যে কিছু ফুল সরাসরি পুরোহিতের মুখে, চোখে লাগে। আর তাতেই মুহূর্তে মেজাজ হারান পুরোহিত। উল্টো দিকে দাঁড়িয়ে থাকা অতিথিদের উদ্দেশে ফুল ভর্তি থালা ছুড়ে মারেন তিনি।
ভাইরাল ভিডিও-তে অনেক দর্শক মন্তব্য করেছেন। অনেকে এটিকে বিবাহের আচারের পবিত্রতার প্রতি অসম্মান বলেছেন। কেউ কেউ পুরোহিতের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং বলেছেন যে পরিস্থিতিতে তাঁর প্রতিক্রিয়া বোধগম্য ছিল। বেশ কয়েকজন এই পরিস্থিতিতে হাস্যরস খুঁজে পেয়েছিলেন।
ગોરદાદા નો મગજ હલી ગયો..????????#viralvideo #marriage #wedding #weddinginspiration #VIDEO #VideoViral @kathiyawadiii pic.twitter.com/zi3vfYozYX
— Sanskar Sojitra (@sanskar_sojitra)Tweet by @sanskar_sojitra
