১৪ ডিসেম্বর, রবিবার মুম্বইয়ে লিওনেল মেসির ভারত সফরের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজার হাজার ফুটবলপ্রেমী, মেসি অনুরাগীরা ছাড়াও বলিউড তারকা থেকে জনপ্রিয় খেলোয়াড়-সহ অনেকেই হাজির ছিলেন। কারা কারা এসেছিলেন? 

মেসির মুম্বই অনুষ্ঠানে হাজির ছিলেন করিনা কাপুর খান, অজয় দেবগন, টাইগার শ্রফ, জিম সর্ভ, ইব্রাহিম আলি খান, সচিন তেন্ডুলকর প্রমুখ। এদিন ফুটবলের ঈশ্বরের বরপুত্র লিওনেল মেসির সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলেন জিম, ইব্রাহিমরা। এই ম্যাচের পর বলিউড তারকাদের সঙ্গে হাত মেলান মেসি। উপস্থিত ছিলেন অজয় দেবগন এবং তাঁর ছেলে যুগ, আমন দেবগন, টাইগার শ্রফরাও। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিশের স্ত্রী অমৃতাকেও তাঁর সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। 

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়। ভারতীয় ফুটবল তারকা সুনীল ছেত্রীকে তাঁর নামাঙ্কিত জার্সি উপহার দেন মেসি। অন্যদিকে সচিন তেন্ডুলকরও এদিন মাঠে উপস্থিত ছিলেন। তিনি তাঁর নাম লেখা জার্সি দেন মেসিকে। তিনি একটি ফুটবল দেন ক্রিকেটারের ঈশ্বরকে। তাঁরা মাঠে একসঙ্গে অনেকটা সময় কাটান। সুনীল ছেত্রীর সঙ্গেও দীর্ঘ সময় কথা বলেন মেসি। চলে ছবি তোলার পর্ব। 

দুই ছেলে, তৈমুর আলি খান এবং জেহ ওরফে জাহাঙ্গির আলি খানকে নিয়ে লিওনেল মেসির মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের অনুষ্ঠানে এসেছিলেন করিনা কাপুর খান। ছবি তোলেন মেসি, লুই সুয়ারেজ, রডরিগো ডি'পলের সঙ্গে। অভিনেত্রীকে ফুটবল তারকার সঙ্গে খোশমেজাজে গল্প করতেও দেখা যায় এদিন। করিনা কাপুর খান নিজেও সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন ইভেন্টে যাওয়ার। সেখানে দেখা যাচ্ছে দুই ছেলের হাত ধরে তিনি হাঁটছেন তিনজনেই পিছন ফিরে রয়েছেন। তৈমুর পরে রয়েছে মেসির নাম লেখা আর্জেন্টিনার ফুটবল জার্সি। অন্যদিকে জেহর পরনে ১০ লেখা জার্সি। অভিনেত্রীকে এদিন খয়েরি রঙের একটি স্যুট, মিডি স্কার্টে দেখা যায়।

প্রসঙ্গত, ১৩ ডিসেম্বর থেকে লিওনেল মেসির ভারত সফর শুরু হয়েছে। প্রথম দিন কলকাতায় তাঁর ঠাসা কর্মসূচি ছিল। ভার্চুয়ালি নিজের ৭০ ফুটের মূর্তি উদ্বোধন করে তিনি যুবভারতী স্টেডিয়ামে আসেন। কিন্তু তাঁকে অনেকে ঘিরে থাকায় দর্শকরা তাঁকে দেখতেই পান না। রাগের চোটে তাঁরা জলের বোতল, চেয়ার ছুঁড়ে মারতে থাকেন। বাধ্য হয়ে ফুটবলারকে নিয়ে বেরিয়ে যেতে হয়। কিছু সময়ের মধ্যেই তিনি শহর ছাড়েন। শনিবার দুপুরে তিনি হায়দরাবাদ পৌঁছন। সেখানেও একাধিক অনুষ্ঠানে যোগ দেন। রবিবার মুম্বইয়ে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নিয়ে সোমবার দিল্লি যাবেন। সেখান থেকে ফিরে যাবেন লিওনেল মেসি। তিনদিনের সফরের জন্য ভারতে এসেছিলেন।