আজকাল ওয়েবডেস্ক : অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছে মাত্র ৬ মাস। তারই মধ্যে নতুন বিতর্ক। প্রথম দফার বৃষ্টিতে রাম পথের বিভিন্ন জায়গায় রাস্তার কঙ্কাল বেরিয়ে পড়েছে। ছোটো বড় গর্ত থেকে শুরু করে রাস্তার বিভিন্ন অংশে জল জমেছে। ১৪ কিলোমিটার এই রাস্তা এখন ভক্তদের কাছে আতঙ্ক। রাম মন্দির যাওয়ার নামেও তারা এখন শিউরে উঠছেন। যোগী সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই ৬ জনকে সাসপেন্ড করা হয়েছে। অযোধ্যার মেয়র গিরিশ পতি ত্রিপাঠী বলেছেন, জল জমার খবর মেলার পরই তা সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে। রাম মন্দিরের ভিতরেও জল ঢোকার খবর ইতিমধ্যেই ছড়িয়েছে। সেই জল বার করার কোনও ব্যবস্থা নেই বলেও জানিয়েছেন মন্দিরের প্রধান পুরোহিত। যদিও মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। অযোধ্যার এই বেহাল দশা নিয়ে বিজেপিকে তীব্র সমালোচনা করেছে বিরোধী শিবির। উত্তর প্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রাই জানিয়েছেন, রাম মন্দির তৈরিতে দুর্নীতির প্রভাব স্পষ্ট। এখানেও লুটের রাজনীতি করেছে বিজেপি। প্রসঙ্গ, ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেন।