আজকাল ওয়েবডেস্ক: দু’ দিনের গুজরাট সফরে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৩০ অক্টোবর তিনি যাচ্ছেন সেখানে। ৩০ অক্টোবর মেহসানা জেলার খেরালু শহরের কাছে একটি জনসমাবেশে বক্তব্য রাখবেন তিনি। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। মেহসানা জেলার খেরালুর দাভোদা গ্রামে ৪৭৭৮ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ৩১ অক্টোবর, সর্দার বল্লভভাই প্যাটেলের স্মৃতিস্তম্ভ স্ট্যাচু অফ ইউনিটিতে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপনে উপস্থিত থাকবেন। অন্যদিকে বৃহস্পতিবার একটি প্রকল্পের উদ্বোধন করবেন মোদি, যার আওতায় ৮৬ লক্ষের বেশি কৃষক উপকৃত হবেন। শ্রী সাইবাবা মন্দিরের প্রার্থনার মধ্যে দিয়ে শুরু হবে তাঁর মহারাষ্ট্র সফর। স্বাস্থ্য, রেল এবং সড়ক সহ একাধিক খাতে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
