আজকাল ওয়েবডেস্ক: অযোধ্যায় রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দিকে গোলাপ ফুলের পাপড়ি ছুঁড়ে দেন রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষরা। শনিবার সকালে অযোধ্যা পৌঁছনোর পর তাঁকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। মন্ত্রোচ্চারণ ও পুষ্পবৃষ্টির মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হয়। প্রধানমন্ত্রীকে ঘিরে মানুষের উন্মাদনা ছিল নজরে পড়ার মত। রাস্তার মাঝখান দিয়ে এগিয়ে চলে প্রধানমন্ত্রীর কনভয়। গাড়ি থেকেই হাত নাড়িয়ে উপস্থিত জনতাকে অভিবাদন জানান প্রধানমন্ত্রী। রাস্তার ধারে ছোট ছোট মঞ্চ তৈরি করে চলে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন রাজ্য থেকে আসা মানুষদের মধ্যে কেউ আদিবাসী নৃত্য করেন, আবার কেউ নানা ধরণের অনুষ্ঠান করেন।