আজকাল ওয়েবডেস্ক: লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, রড্রিগো ডি-পল, শচীন তেন্ডুলকার, সুনীল ছেত্রী একই মঞ্চে। দর্শকদের জন্য আর কী চাই। মুম্বইয়ে লিও মেসির গোট ট্যুর জমজমাট। 

ফুল হাউস ওয়াংখেড়ে প্রদর্শন করলেন মেসি, ডি পল, সুয়ারেজ। খুদে ফুটবলারদের সঙ্গে চুটিয়ে ফুটবল খেললেন তিন তারকাই।

হাত মেলালেন  ইন্ডিয়া স্টার্স এবং মিত্রা স্টার্সের ফুটবলারদের সঙ্গে। ছেত্রী ছাড়াও দলে ছিলেন নিখিল পূজারী, রাহুল ভেকে, আশুতোষ মেহতা।

মুম্বইয়ের মাঠে স্লোগান শুনে একগাল হাসিতে ভক্তদের সঙ্গে দেখা করলেন লিও। তবে একটা বিষয় স্পষ্ট, কলকাতার ঘটনা থেকে বাকি তিনটি শহর পুরোপুরি শিক্ষা নিয়ে আয়োজন করেছে মেসির সফর। 

ওয়াংখেড়েতে বলিউডের একাধিক তারকা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সস্ত্রীক মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, টাইগার শ্রফ, অজয় দেবগণ।

মাঠের একটা পাশে বড় তাঁবু তৈরি করা হয়েছিল। ভিভিআইপি-রা মাঠে এসে আগে সেখানে বসলেন। মাঠের মাঝে তৈরি করা হয়েছিল বড় স্টেজ।

মেসি যখন মাঠে এলেন কেউ ধারেকাছেও গেলেন না। গোটা মাঠ প্রদর্শন করলেন তিন তারকা, ফুটবল খেললেন। ভক্তদের সঙ্গে যথেষ্ট সময় কাটিয়ে নেওয়ার পর শেষে মেসি এলেন স্টেজে।

এক এক করে সঞ্চালক নাম ধরে ডাকলেন তারপর তারকারা মঞ্চে এসে মেসির সঙ্গে দেখা করলেন। ওয়াংখেড়েতে মেসির সফরে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

হায়দরাবাদের মতোই এখানেও মেসি বল ছুঁড়লেন ভক্তদের উদ্দেশ্যে। বাদ গেলেন না ডি পল এবং সুয়ারেজও। ইন্টার মায়ামির মিডফিল্ডার তো সারা মাঠ দৌড়ে বেড়ালেন।

খুদে ফুটবলারদের সঙ্গে পাস খেললেন জমিয়ে। অনেকের স্কিল দেখে পিঠ চাপড়ে দিলেন ফুটবল দুনিয়ার লেজেন্ডরা। মেসি, সুয়ারেজ, ডি পলরা যে ভাল মতোই সুনীল ছেত্রীকে চেনেন এদিন তা পরিষ্কার বোঝা গেল।

নিজের সই করা আর্জেন্টিনার জার্সি সুনীল ছেত্রীকে উপহার দিলেন মেসি। মঞ্চে যখন শচীনকে ডাকা হল চিৎকারে তখন কান পাতা দায়। নিজের সই করা ১০ নম্বর জার্সি মেসিকে উপহার দিলেন শচীন।

তিন ফুটবল তারকাকে ভবিষ্যতে আবারও ভারত সফরের জন্য আমন্ত্রণ জানালেন। এদিন ওয়াংখেড়েতে মেসির হাত ধরে উদ্বোধন হল প্রোজেক্ট মহাদেব।

ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও। রাজ্যজুড়ে ফুটবলের উন্নতিতে এই প্রকল্প চালু করেছে সেখানকার সরকার।

তিন দেশেরে পতাকা নিয়েও ছবি তুললেন ফুটবলাররা। শচীন এবং মেসির হাতে ছিল ভারতের পতাকা, সুয়ারেজের হাতে ছিল উরুগুয়ের পতাকা এবং ডি-পল হাতে নিয়েছিলেন আর্জেন্টিনার পতাকা।

পেনাল্টিও মারলেন মেসি। হেলায় গোল করে গেলেন। সাক্ষী থাকল ওয়াংখেড়ে। এবার মেসি যাবেন দিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন তিনি। অনুষ্ঠান রয়েছে সেখানেও।