আজকাল ওয়েবডেস্ক: এনডিএ সরকারকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আনার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানালেন মোদি। ক্ষমতায় আসার পর এদিন প্রথমবার মন কি বাত অনুষ্ঠান করেন মোদি। তাঁর প্রতি বিশ্বাস রাখার জন্য দেশের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, 'আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই। তাঁরা আমাদের সংবিধান এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তাদের অটুট আস্থা রেখেছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচন ছিল বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন। এত বড় নির্বাচন আর কোনো দেশে হয়নি।' নির্বাচনের আগে ২৫ ফেব্রুয়ারি শেষ মন কি বাত অনুষ্ঠান করেন মোদি।

আদর্শ আচরণবিধি চালু হওয়ার জন্য তারপর এই অনুষ্ঠান বন্ধ করে দিতে হয়। প্রধানমন্ত্রী বলেন, 'অবশেষে সেই দিনটি এসেছে। এর জন্য আমরা সবাই ফেব্রুয়ারি থেকে অপেক্ষা করছিলাম। মন কি বাত অনুষ্ঠান কয়েক মাসের জন্য বন্ধ ছিল। কিন্তু দেশের জন্য নিঃস্বার্থ মনোভাব নিয়ে করা কাজ অব্যাহত ছিল। সামনের মাসে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক। তার আগে খেলোয়াড়দের শুভেচ্ছা জানান মোদি। এদিন অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য চিয়ার ফর ভারত হ্যাশট্যাগ ব্যবহার করার আহ্বান জানান। তিনি বলেন, 'পরের মাসে এই সময়ের মধ্যে, প্যারিস অলিম্পিক শুরু হবে। আমি নিশ্চিত যে আপনারা সবাই ভারতীয় খেলোয়াড়দের উল্লাস করার জন্যও অপেক্ষা করছেন। আমি অলিম্পিক গেমসের জন্য ভারতীয় দলকে শুভকামনা জানাতে চাই।