আজকাল ওয়েবডেস্ক: আকাশের বিমান যদি মাটিতে আটকে যায় তাহলে কেমন পরিস্থিতি হবে ? এমন ছবিই কিন্তু ধরা পড়ল বিহারের মোতিহারিতে। যেখানে একটি বিমান আটকে গেল একটি ব্রিজের তলায়। ঘটনার জেরে গোটা এলাকায় প্রচুর যানজটের সৃষ্টি হয়। বাতিল হয়ে যাওয়া বিমানটি মুম্বই থেকে অসমে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে পিপরাকোটি এলাকার একটি ব্রিজের নিচে এসে সেটি আটকে পড়ে। রাস্তায় আটকে পড়া বিমান দেখতে ভিড়ও জমে যায়। অনেকে আবার এই দৃশ্য নিজের ফোনে তুলতেও শুরু করেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিমান বহনকারী ট্রাকের চালক ব্রিজের উচ্চতা বুঝতে পারেনি। তাই এই ধরণের একটি ঘটনা ঘটেছে। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিমানটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। প্রসঙ্গত, ২০২২ সালের নভেম্বর মাসে অন্ধ্রপ্রদেশে এমনই একটি ঘটনা ঘটেছিল।
