আজকাল ওয়েবডেস্ক : ভিড় ঠাসা রেলের ছবি আমাদের কাছে নতুন কিছু নয়। রোজ প্রচুর মানুষ নিজের কাজের জায়গায় ভিড় ট্রেন করে কাজে যান। সেখানে অনেক সময় মাছি গলার জায়গা থাকে না। 

 

তবে রেলের দুটি বার্থ মধ্যে দড়ি দিয়ে আরও একটি নতুন জায়গা তৈরি করার ভিডিও বর্তমান সময় ভাইরাল হল। যদিও এর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। সেখানে দেখা গিয়েছে একজন মানুষ দুটি বার্থ মাঝে দড়ি দিয়ে নতুন জায়গা করে নিয়েছে। সেই ভিডিও সবাই আবার নিজের ফোনে রেকর্ড করে নিয়েছে। 

 

এরপর সামাজিক মাধ্যমে সবাই ভারতের রেল নিয়ে নিন্দা করেছে। তারা ভারতের রেল নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছে। তারা লিখেছে যেভাবে প্রতিদিন মানুষ নিজের জীবন বিপদে ফেলে রেল সফর করে সেটা দেখে শিক্ষা নেওয়া উচিত রেল দপ্তরের। কিন্তু তারা সেটা না করে নিজের কাজ করে চলেছে। 

 

ইদানিং সময় ভারতের মাটিতে যে রেল দুর্ঘটনার খবর উঠেছে সেটা অনেকে জোর দেন। তারা মনে করেন রেল কখনও মানুষের কথা মনে রাখে না। তাই এই অবস্থা।