আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক সিআরপিএফ সাব-ইন্সপেক্টরের।নিরাপত্তাবাহিনী ও মাওবাদীদের গুলির লড়াইতে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। গুলিবিদ্ধ আরও এক জওয়ান ভর্তি রয়েছেন হাসপাতালে। রবিবার সুকমায় এই ঘটনা ঘটে। সিআরপিএফের ১৬৫ ব্যাটেলিয়ানের একটি দল রবিবার সকাল সাতটা নাগাদ মাওবাদীদের বিরুদ্ধে একটি অপারেশন চালায়। এই অপারেশনের সময়ই উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। নিহত সাব ইন্সপেক্টরের নাম সুধাকর রেড্ডি এবং আহত জওয়ানের নাম রামু। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।
