আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সন্ধে হতেই ফের উত্তেজনা জম্মু-কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থানের একাধিক জায়গায়।  একাধিক রাজ্যে। বৃহস্পতিবারের পর এ দিনও পাকিস্তানি ড্রোন দেখা গেছে বলে সূত্রের খবর। এরপরই জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ জুড়ে সাইরেন বাজিয়ে ইতিমধ্যে 'ব্ল্যাকআউট' করা হয়েছে।

জম্মু ও কাশ্মীরের জম্মু, সাম্বা এবং রাজৌরি। পাঞ্জাবের পাঠানকোট এবং অমৃতসর। এবং রাজস্থানের পোখরানের দিকে ছোড়া ড্রোনগুলিকে প্রতিহত করা হয়েছে বলে সেনা সূত্রে খবর।  

 

?ref_src=twsrc%5Etfw">May 9, 2025

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেছেন, 'আমি যেখানে আছি সেখান থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। জম্মুতে ব্ল্যাকআউট। শহর জুড়ে সাইরেনে শব্দও শুনতে পাচ্ছি।' 

স্থানীয় প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কেউ যেন বাড়ি থেকে না বের হন।

শুক্রবার সন্ধেবেলাতেই ভারতীয় সেনাবাহিনীর তিন প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাঅজিত ডোভালও। সূত্রের খবর, এখনও জারি থাকা অভিযান 'অপারেশন সিঁদুর' নিয়েই আলোচনা হয়েছে ওই বৈঠকে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগেই জানিয়েছিলেন, পাকিস্তান পদক্ষেপ করলে ভারতও পাল্টা দেবে। এই অভিযান এখনও বন্ধ হয়নি।