আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও হামলার পর ভারত সরকার ফুঁসছে। সর্বদল বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে, কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই কাশ্মীরে দুই জঙ্গির বাড়ি বিস্ফোরণে ও এক জঙ্গির বাড়ি বুলডোজারে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই যখন পরিস্থিতি, তখন থেমে নেই পাকিস্তানও। নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান পোস্ট থেকে সমানে ভারতীয় সেনার পোস্টগুলিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে চলেছে তারা।
বৃহস্পতিবার রাতভর নিয়ন্ত্রণরেখার ওপারে পাকিস্তানি পোস্টগুলি থেকে ভারতীয় পোস্টগুলি লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি দিয়েই যার পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। সেনা সূত্রে জানা গিয়েছিল, বৃহস্পতিবার রাতভর পাকিস্তানের দিক থেকে গুলি উড়ে এসেছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর যে পাকিস্তানি পোস্ট বা ঘাঁটি রয়েছে, সেখান থেকেই গুলি চালানো হয়েছে। ভারতীয় সেনাও পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানকে। গুলির লড়াইয়ে ভারতের দিকে কোনও হতাহতের খবর মেলেনি। পাকিস্তানে কোনও প্রাণহানি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।
এখানেই শেষ নয়, শুক্রবার রাতেও পাকিস্তান পোস্ট থেকে ক্রমাগত গুলি ছোঁড়া হয় ভারতীয় পোস্টগুলি লক্ষ্য করে। পরপর দুই রাত এই কাণ্ড ঘটাল পাকিস্তান। ভারতীয় সেনার তরফে এই খবর জানানো হয়েছে। যার উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনাও।
যদিও ভারতীয় সেনা বিবৃতিতে জানিয়েছে, গুলির লড়াইয়ে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সেনা বিবৃতিতে জানিয়েছে, ‘২৫ তারিখ রাতে কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে ভারতে পোস্টগুলি লক্ষ্য করে ক্রমাগত গুলি চালানো হয়। ভারতীয় সেনারাও তার উপযুক্ত জবাব দিয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই।’
এটা স্পষ্ট যে পহেলগাঁও হামলার পর ভারত সরকার হুমকি দেওয়ার পরেও উস্কানি দিতে শুরু করেছে পাকিস্তান। তাই ক্রমাগত গুলি ছুঁড়ে যাচ্ছে।
এদিকে, সূত্রের খবর ভারত সরকার যে কোনও সময় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করতে পারে।
