আজকাল ওয়েবডেস্ক:‌ ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। এই নিয়ে টানা সাত রাত। বুধবার রাতে ফের সীমান্তে একাধিক জায়গায় বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালায় পাক সেনা। যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাও।


সেনা সূত্রে জানানো হয়েছে, বুধবার রাতে সীমান্তরেখার উরি এবং আখনুর সেক্টরে ফের ছোট বন্দুক থেকে গুলিবর্ষণ করে পাকিস্তান। যার পাল্টা জবাব দেয় ভারতও। তবে দু’‌পক্ষের কোনওদিকেই কোনও হতাহত হয়নি। এর আগে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত সীমান্তবর্তী নৌসেরা, সুন্দেরবানি, আখনুর সেক্টরে বিনা প্ররোচনায় গুলি চালাতে থাকে পাকিস্তানের সেনাবাহিনী। সোমবার রাতেও কাশ্মীরের কুপওয়াড়া ও বারামুলা সেক্টরে বিনা প্ররোচনায় গুলি চালিয়েছিল পাকিস্তান। তার আগে হামলা চলে পুঞ্চে। প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পর টানা সাতদিন সীমান্তে গুলিবর্ষণ করেছে পাক সেনা।


এদিকে, লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন নিয়ে মঙ্গলবারই পাক সেনাকে সতর্ক করেছিল ভারতীয় সেনা। মঙ্গলবার দুপুরে হটলাইনে কথা হয় দুই দেশের সেনা আধিকারিকদের মধ্যে। সেখানেই ইসলামাবাদকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সীমান্তে সংঘর্ষ নিয়ে যেন সতর্ক হয় তারা। কিন্তু তারপরও পাকিস্তান গুলি চালিয়েও যাচ্ছে। বুধবারও একই কাণ্ড ঘটাল তারা।


লাগাতার এই গুলিবর্ষণের ঘটনায় বিশেষজ্ঞ মহল মনে করছে উপত্যকায় ভারতীয় সেনার তৎপরতা শুরু হওয়ার পর জঙ্গিদের নিরাপদে পাকিস্তানে ফিরিয়ে নিতেই এই কৌশল নিয়েছে পাক সেনা। সীমান্তে ভারতীয় সেনাকে গোলাগুলিতে ব্যস্ত রাখা যাতে সেনার সামান্য অসতর্কতায় জঙ্গিরা বর্ডার পেরিয়ে অধিকৃত কাশ্মীরে ফিরে যেতে পারে। আবার অনেকের মতে, ভারতীয় সেনার নজর অন্যদিকে ঘোরানোর জন্যই ক্রমাগত গুলি চালাচ্ছে পাকিস্তান।