আজকাল ওয়েবডেস্ক: বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, সংসদে স্মোককাণ্ডে বিরোধীরা অহেতুক জলঘোলা করেছে। তিন রাজ্যের নির্বাচনের ফলের পর বিরোধীরা ছত্রভঙ্গ হয়ে পড়েছে। তাই সংসদকাণ্ডকে তারা বড় করে দেখাতে চাইছে। প্রধানমন্ত্রী আরও বলেন, গণতন্ত্রের ওপর সকলেরই বিশ্বাস রাখা উচিত। সংসদে যে ঘটনা ঘটেছে তার সঠিক তদন্ত হবে। তবে সেই পথে না গিয়ে বিরোধীরা সংসদের সম্মানহানি করেছে। এদিন নাম না করে কয়েকটি দলকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, কয়েকটি দল তো সংসদে স্মোককাণ্ডের পক্ষে কথা বলেছে। এটা তো গণতন্ত্রের আরও ঘোর বিপদের সমান। সংসদের ভিতরে বিরোধী দলের নেতাদের উচিত সঠিক নিয়মকানুন মেনে চলা। তবে তা না করে তারা অহেতুক অস্থির পরিস্থিতি তৈরি করেছে। আসলে তিন রাজ্যের ভোটের ফল নিয়েই চিন্তিত বিরোধীরা। তারই বহিঃপ্রকাশ ঘটেছে সংসদ স্মোককাণ্ডে।