আজকাল ওয়েবডেস্ক: 'তেলেঙ্গানা রাইজিং গ্লোবাল সামিট'- এর আগে বড় চমক দিতে কোমড় বাঁধছে কংগ্রেস শাসিত তেলেঙ্গানা সরকার। প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে যে, রাজধানী হায়দ্রাবাদের একটি রাস্তার নাম রাখা হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে। হায়দ্রাবাদে মার্কিন কনস্যুলেটের পাশ দিয়ে চলে যাওয়া রাস্তার নাম হবে ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ। এমনই জানিয়েছেন, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। শুধু ট্রাম্পই নন, রাজধানীর আরও কয়েকটি রাস্তার নামকরণ অন্যান্য প্রখ্যাত সহ মানুষদের নামে করা হবে বলে জানা গিয়েছে। তালিকায় নাম রয়েছে প্রয়াত রতন টাটা-র। এছাড়াও গুগলকে সম্মান জানাতে একটি রাস্তার নাম গুগল স্ট্রিট-ও করা হতে পারে।

এই ট্রাম্পের নামে রাস্তা করা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন রয়েছে। কংগ্রেস সরকারের বিরুদ্ধে সরব বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, হায়দ্রাবাদের কোনও রাস্তার নামকরণের আগে ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করা প্রয়োজন।

রেবন্ত রেড্ডি জানিয়েছেন, এখনও আনুষ্ঠানিকভাবে নামকরণ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়নি কেন্দ্রীয় সরকারকে। তবে শিগগিরই বিদেশ মন্ত্রক ও মার্কিন দূতাবাসকে চিঠি লিখে এ বিষয়ে অবহিত করা হবে।

রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গুগল এবং গুগল ম্যাপের অবদানকে সম্মান জানাতে হায়দরাবাদের একটি প্রধান রাস্তার নামকরণ করা হবে গুগল স্ট্রিট। এই রাস্তাটি গুগলের আসন্ন ক্যাম্পাসের কাছাকাছি থাকবে। এ ছাড়া আইটি খাতের বড় বড় কোম্পানি উইপ্রো ও মাইক্রোসফটও শহরের ভৌগোলিক কাঠামোতে স্বীকৃতি পাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শহরে উইপ্রো জংশন এবং মাইক্রোসফট রোড স্থাপন করা হবে।

শুল্ক নীতি, ভারত-পাক সংঘাত-সহ একাধিক ইস্যুতে সম্প্রতি ভারতের সঙ্গে মার্কিন সম্পর্কের অবনতি ঘটেছে। এৎ নেপথ্যে সরাসরি রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত। প্রতিবাদে ভারতের বিভিন্ন জায়গায় ট্রাম্পের ছবি থেকে কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার কংগ্রেসও। সেই কংগ্রেস পরিচালিত সরকারই ট্রাম্পের নামে হায়দ্রাবাদে সড়কের নামকরণ নিয়ে তাই বিতর্ক মাথাচাড়া দিচ্ছে। 

তবে, রেড্ডি সরকারের উদ্দেশ্য স্পষ্ট। রাজ্য সরকার চাইছে রাজধানীতে ট্রাম্পের নামে রাস্তা করে একদিকে প্রেসিডেন্টকে খুশি করা, অন্যদিকে আসন্ন বাণিজ্য সম্মেলনে মার্কিন পুঁজির দৃষ্টি আকর্ষণ।  

বিজেপি সাংসদ তথা তেলঙ্গনা বিজেপির প্রাক্তন সভাপতি বান্দি সঞ্জয় কুমার দাবি করেছেন, নাম বদল করতে হলে হায়দ্রাবাদের নাম বদলে ভাগ্যনগর করা হোক। তাঁর কথায়, "কংগ্রেস যদি নাম বদল করতে এতই উৎসাহী হয়, তাহলে তারা এমন কিছু নাম বদলাক যার ঐতিহাসিক অর্থ আছে।" বিজেপির দাবি, হায়দ্রাবাদের নাম বদলে 'ভাগ্যনগর' করা হোক।