আজকাল ওয়েবডেস্ক: বহুদিন থেকেই বিভিন্ন স্কুলে কম্পিউটার ব্যবস্থা চালু হয়েছে। সরকারি থেকে শুরু করে বেসরকারি সব স্কুলেই এখন কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক। তবে এবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের একটি রিপোর্ট সকলকে অবাক করে দিয়েছে। সেখানে দেখা গিয়েছে ভারতের ৫৭.২ শতাংশ স্কুলে কম্পিউটার রয়েছে।

 

এখানেই শেষ নয়, ৫৩.৯ শতাংশ স্কুলে ইন্টারনেট রয়েছে। এই তথ্য সামনে আসার পর খানিকটা বিপাকে পড়ে গিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।
এই রিপোর্ট থেকে উঠে এসেছে ৯০ শতাংশ স্কুলে বেসিক সুবিধা যেমন ছাত্র-ছাত্রীদের আলাদা শৌচাগার এবং বিদ্যুত সংযোগ রয়েছে। তবে যেটা সবথেকে বেশি সমালোচকদের সরব করেছে সেটি হল স্কুলগুলিতে পর্যাপ্ত কম্পিউটার ব্যবস্থা না থাকা।

 

২০২০ সালের জাতীয় শিক্ষানীতিতে স্পষ্টভাবে বলা রয়েছে দেশের প্রতিটি স্কুলে যেন পর্যাপ্ত কম্পিউটার শিক্ষা চালু থাকে। গোটা দেশ যেখানে ডিজিটাল দিকে এগিয়ে রয়েছে সেখানে এই রিপোর্ট যথেষ্ট হতাশা তৈরি করেছে।

 


এখানেই প্রশ্ন উঠছে তাহলে কী জাতীয় শিক্ষানীতি সঠিকভাবে প্রয়োগ করতে পারছে না কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। দেশের প্রত্যন্ত গ্রামগুলিতে শিক্ষার পরিস্থিতি কী রয়েছে তা নিয়ে উঠে গিয়েছে নানা প্রশ্ন। তবে এই ধরণের একটি সমীক্ষা হঠাৎ করে কেন করা হল সেইদিকেও আঙুল তুলেছে অনেকেই। 


জাতীয় শিক্ষানীতি অনুসারে দেশের প্রতিটি সরকারি স্কুলে পর্যাপ্ত শিক্ষার পরিবেশ তৈরি করা বাধ্যতামূলক। পাশাপাশি যদি স্কুলগুলিতে পর্যাপ্ত কম্পিউটার শিক্ষা না থাকে তাহলে তার দায় কে নেবে তা নিয়ে এবার শুরু হয়েছে চাপানউতর। তাহলে কোন পথে এগিয়ে চলেছে জাতীয় শিক্ষানীতি।