আজকাল ওয়েবডেস্ক: দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। সদস্য নিজের দায়িত্ব থেকে সরেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তবে তাঁর দেখানো মহিলাদের প্রকল্পগুলি এখনও মুখে মুখে ফিরছে সকলের। দায়িত্ব ছাড়ার পর তাই বহু মহিলাই কান্নায় ভেঙে পড়েছিলেন। তাদের সকলের কাছে তিনি ভাই এবং মামা নামেই পরিচিত। দলের সিদ্ধান্ত হয়তো মেনে নিয়েছেন শিবরাজ সিং চৌহান। কিন্তু এই সমস্ত মহিলারা তাঁকে ফের একবার মুখ্যমন্ত্রীর পদে দেখতে চান। তাদের কথা ভুলে যাননি খোদ শিবরাজও। তাই তিনি তাঁদেরকে বলেছেন, তিনি এখনও মধ্যপ্রদেশেই রয়েছেন। চিন্তার কোনও কারণ নেই। ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় ১৬৩ টি আসন পেয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। তিনবারের বিধায়ক মোহন যাদবের হাতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব তুলে দিয়েছে দলের হাইকমান্ড। তবে দুদশক ধরে চলা রাজনৈতিক কেরিয়ার এখনই শেষ নয় বলেই জানিয়েছেন খোদ শিবরাজ সিং চৌহান। বুধানি থেকে তিনি একলক্ষের বেশি ভোটে জিতেছেন। তাই এত তাড়াতাড়ি শিবরাজের রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাক সেটা অনেকেই চাইছেন না। শিবরাজ সিং চৌহানের বিমারু, লাডলি লক্ষ্মী যোজনা, মুখ্যমন্ত্রী কন্যাদান যোজনা, মুখ্যমন্ত্রী তীর্থ দর্শন যোজনাগুলি আগামীদিনে নয়া মুখ্যমন্ত্রী কতটা চালিয়ে যেতে পারেন সেদিকেই তাকিয়ে মধ্যপ্রদেশবাসী।
