আজকাল ওয়েবডেস্ক: ফের একবার কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, সকলেই কংগ্রেসকে ছেড়ে পালাতে চাইছে। কারণ দেশের উন্নতির কোনও রোডম্যাপ নেই কংগ্রেসের কাছে। শুধুমাত্র মোদি বিরোধীতা করে কংগ্রেস ভোটে জিততে পারবে না। যে দলকে একটি পরিবার চালায় সেখানে উন্নতি সম্ভব নয়। রাজস্থানে একটি ভার্চুয়াল বৈঠক থেকে প্রধানমন্ত্রী বলেন, নেতিবাচক রাজনীতি করে সাধারণ মানুষের মনে আস্থা অর্জন করতে পারবে না কংগ্রেস। দেশ ও সমাজে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস। তাই নিজেদের টার্গেট থেকে সরে গিয়েছে তাঁরা। কংগ্রেসের দিকে যারাই দেখছে তাঁরাই এখন একটি পরিবার দেখতে পাচ্ছে। ইতিবাচক রাজনীতি থেকে অনেক মাইল দূরে সরে গিয়েছে কংগ্রেস শিবির। ফলে দেশবাসী তাঁদেরকে আর ভরসা করছে না। দেশের উন্নতির ক্ষেত্রে বিজেপি যুব, মহিলা, কৃষক এবং গরিবদের জন্য নানা কাজ করেছে। তবে সবেতেই কংগ্রেস শুধু দোষ ধরছে। কংগ্রেসের এই মনোভাবকে খোলা মনে মেনে নিতে পারছে না দেশবাসী। এর সরাসরি প্রভাব পড়ছে ভোটের বাক্সে।