আজকাল ওয়েবডেস্ক: একদিনে ওড়িশায় চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রাণ গেল ন'জনের। শুধুমাত্র শুক্রবারেই রাজ্যজুড়ে ন'জনের প্রাণহানি এবং একাধিক বাসিন্দার আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে অনেকেই এক পরিবারের সদস্য ছিলেন। একাধিক নাবালকের মৃত্যু হয়েছে বাজ পড়ে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার বজ্রপাতে ওড়িশার কোরাপুট জেলায় তিনজন, জাজপুর ও গঞ্জমে দু'জন করে এবং গজপতি ও ধেনকানাল জেলায় একজন করে প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে ছ'জন মহিলা রয়েছেন। প্রশাসনের তরফে মৃতদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, শুক্রবার বিকেলে মাঠে কাজ করছিলেন এক পরিবারের চারজন সদস্য। ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বইতে শুরু হতেই সকলে মিলে একটি ছাউনির তলায় আশ্রয় নিয়েছিলেন। সেখানেই বজ্রপাত হয়। ঘটনাস্থলেই তিন মহিলার মৃত্যু হয়। গুরুতর আহত হন এক ব্যক্তি।
অন্যদিকে গতকাল সন্ধ্যায় মাটির বাড়ির বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল দুই ভাই। আচমকা বাজ পড়ে সেখানে। সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢোলে পড়ে দু'জনে। ২৩ বছরের এক তরুণী আম পাড়তে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। ট্রাক্টর থেকে ইট নামানোর সময় ৪০ বছর বয়সি এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। এদিকে মৌসম ভবন সূত্রে খবর, রবিবার পর্যন্ত ওড়িশায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার জারি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়।
