আজকাল ওয়েবডেস্ক: জাতীয় স্তরের এক তাইকোণ্ড খেলোয়াড়কে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের কানপুরে। ওই খেলোয়াড় অভিযোগ করেছেন, থানার ঠিক পাশে অবস্থিত এক আশ্রমে গত জানুয়ারি মাসে তাঁকে অচেতন করে গণধর্ষণ করা হয়। ঘটনার দীর্ঘ চার মাস পর সম্প্রতি পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ দায়ের হওয়ার পর ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপ পরীক্ষা করে দেখা হচ্ছে। ওই মহিলার অভিযোগ অনুযায়ী, তিনি পুরনো কাপড় বিক্রির জন্য একটি দোকানের জায়গা খুঁজছিলেন।

সেই সময় গোবিন্দ মাহতো নামে এক ব্যক্তি তাকে সাহায্যের আশ্বাস দিয়ে আশ্রমে নিয়ে যান। সেখানে তাঁর সঙ্গে প্রভাবশালী কয়েকজন ব্যক্তিদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলা হয়। ওই মহিলা দাবি করেন, আশ্রমে তাঁকে একটি লাড্ডু খাওয়ানো হয়, যা খাওয়ার পর তিনি জ্ঞান হারান। এরপরেই গোবিন্দ মাহাতো, আশ্রমের মহারাজ সহ আরও কয়েকজন মিলে তাঁকে ধর্ষণ করে। অভিযোগে মোট চারজনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ, এদের মধ্যে দু’জন মন্দিরের পুরোহিত বলেও জানা গিয়েছে। অভিযুক্তদের রাজনৈতিক প্রভাব ও প্রতিশোধের ভয় থেকে এতদিন অভিযোগ জানাননি তিনি।

ওই মহিলা খেলোয়াড় একটি ভিডিও প্রমাণ হিসেবে পুলিশের কাছে জমা দিয়েছেন, যা ইতিমধ্যেই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, আশ্রমের চত্বরে এক বৃদ্ধ ব্যক্তি তাঁকে যৌন নিগ্রহ করছেন। ঘটনায় অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ মহেশ কুমার জানান, ‘মহিলা সরাসরি ডিসিপির কাছে অভিযোগ দায়ের করেছিলেন, তা তদন্তের জন্য আমার হাতে তুলে দেওয়া হয়েছে। ভিডিও ক্লিপ যাচাই করা হচ্ছে এবং আশ্রমের সংশ্লিষ্ট কক্ষেও আমরা গিয়েছি’। অভিযুক্ত পুরোহিতদের দাবি, ঘটনার সময় তাঁরা কুম্ভমেলার কারণে প্রয়াগরাজে গিয়েছিলেন। তাঁর প্রমাণ হিসেবে ছবি ও ভিডিও জমা দিয়েছেন বলেও জানা গিয়েছে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে।