আজকাল ওয়েবডেস্ক : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৯ তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতিচারণা করলেন রাহুল গান্ধী। রাহুল বলেন, আমার শক্তি, আমার ঠাকুমা। তার কাছ থেকে শিখেছি দেশের জন্য আত্মত্যাগ করতে। তার আদর্শকে পাথেয় করেই আগামীদিনে আমি এগিয়ে যাব।মঙ্গলবার সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতি শক্তিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেন।অন্যদিকে গান্ধী পরিবারের আরেক সদস্য বরুণ গান্ধী পৃথকভাবে ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান। তিনি তাকে দেশের মা হিসাবে অভিহিত করেন। দেশে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে ইন্দিরা গান্ধীর মতাদর্শ আজও সবার কাজে লাগবে। নিজের এক্স হ্যান্ডেলে জানান বরুণ গান্ধী।কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, দেশের উন্নতিতে ইন্দিরা গান্ধীর নীতিকে তারা অনুসরণ করে চলবে। উন্নত ভারতবর্ষের যে লক্ষ্য সেদিন তিনি দেখেছিলেন তা আজকের দিনে প্রতিফলিত হয়েছে। সঠিক সময়ে তার সিদ্ধান্ত দেশকে আরও এগিয়ে নিয়ে গিয়েছে মন্তব্য খাড়গের। প্রসঙ্গত ইন্দিরা গান্ধী ছিলেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যিনি ১৯৬৬ সালের জানুয়ারি মাস থেকে ১৯৭৭ সালের মার্চ মাস পর্যন্ত টানা প্রধানমন্ত্রী ছিলেন। এরপর ফের একবার ১৯৮০ সাল থেকে ১৯৮৪ সালের ৩১ অক্টোবর পর্যন্ত তিনি দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিজের দায়িত্ব সামলেছেন।