আজকাল ওয়েবডেস্ক: এ কেমন মা? হায়দ্রাবাদের মাইলারদেবপল্লিতে নিজের বাড়িতে দু'সপ্তাহের শিশু কন্যাকে বালতি জলে ডুবিয়ে মারল মা। প্রথমে মেয়েকে হত্যার কথা অস্বীকার করলেও পুলিশি জেরায় দোষ স্বীকার করে নিয়েছেন ওই মহিলা।

পুলিশ জানিয়েছে, তামিলনাড়ুর বাসিন্দা অভিযুক্ত ওই মহিলা আসলে তেলেঙ্গানায় থাকতেন কাজের সূত্রে। তিনি শহরের কাতেদান শিল্প এলাকায় একটি রান্নাঘরে কাজ করতেন।

অভিযুক্তের নাম আরোগ্য বিজয়া। তাঁর স্বামীর কিডনি বিকল। অসুস্থ স্বামীর চিকিৎসার খরচ জোটানোই দুস্থ এই পরিবারের বড় মাথাব্যথা। তাঁর একটি এক বছরের সামান্য বেশি বয়সী এক পুত্র সন্তানও রযেছে। এই পরিস্থিতিতে দারিদ্রের সঙ্গে তীব্র লড়াই আরোগ্য বিজয়ার। ফলে নবজাতকের যত্ন নিতে পারবেন না বলেই তাঁর উদ্বেগ বাড়ছিল। সেই শঙ্কা থেকেই তাঁর এই পৈশাচিক কীর্তি বলে অনুমান পুলিশের।

পুলিশ জানিয়েছে যে, গত ২৫শে মার্চ, বিজয়া দাবি করেছিলেন যে তিনি যখন স্নান সেরে ফিরে আসার পর নবজাতককে আর দেখতে পাননি।  এরপরই শিশুটিকে খুঁজতে গিয়ে তিনি দেখেন যে, সে এক বালতি জলে পড়ে রয়েছে। তাঁদের শিশু কন্যাকে কেউ বালতির জলে ডুবিয়ে দিয়েছে বলে স্বামীকে ফোন করে জানান মহিলা। এরপর স্বামী মুদালাই মণি পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার অপরাধ স্বীকার করে নেন।