আজকাল ওয়েবডেস্ক: একমাসও হয়নি তৃতীয়বার হিসাবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। তিনি জানালেন, কেন্দ্রে যে সরকার রয়েছে তারা খুবই দুর্বল। আগস্ট মাসেই হয়তো এই সরকার পড়ে যাবে। এখানেই থেমে থাকেননি লালু প্রসাদ যাদব। তিনি আরও যোগ করেন, দলের প্রতিটি কর্মীকে তৈরি থাকতে বলছি। যেকোনও সময় ভোট হতে পারে। লোকসভা ভোটে দলের ফল নিয়ে এদিন সন্তোষ প্রকাশ করেন লালু। প্রসঙ্গত, চলতি বছরের লোকসভা ভোটে ২৪০ টি আসন পেয়েছে বিজেপি। ফলে নিজেরা সরকার গঠন করতে পারেনি। তবে এনডিএ-র সমর্থনে সরকার গঠন করেছে তারা। তবে লালুপ্রসাদের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
