আজকাল ওয়েবডেস্ক: আধুনিক সুবিধা, প্রাচীন শিল্পকলা। এই দুয়ের মেলবন্ধন রয়েছে অযোধ্যা বিমানবন্দর। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সাংবাদিকদের বলেন, অযোধ্যা বিমানবন্দরটির নতুন নাম হয়েছে মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে আধুনিক মানের সমস্ত সুবিধাই থাকছে। পাশাপাশি থাকছে প্রাচীন শিল্পকলার নিদর্শন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের ৭৫ টি বিমানবন্দরকে আধুনিক মানের করে গড়ে তুলেছেন। ২০৩০ সালের মধ্যে দেশে মোট ২০০ টি আধুনিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে। অযোধ্যার এই বিমানবন্দরটি গড়ে তুলতে খরচ হয়েছে ১৪৫০ কোটি টাকার বেশি। মোট ৬৫০০ স্কোয়ার মিটার এলাকা জুড়ে এই বিমানবন্দরটি রয়েছে। এখানে বছরে প্রায় ১০ লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। সিপিএমের প্রবীণ নেতা সীতারাম ইয়েচুরি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন। এবিষয়ে সিন্ধিয়া বলেন, যার নামের শুরুতে সীতা এবং পরে রাম রয়েছে তাঁর এখানে না আসাটা দুর্ভাগ্যজনক। এদিন তিনি আরও যোগ করেন, ভারতবাসীর ৫০০ বছরের স্বপ্নকে সত্যি করে গড়ে তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপি ফের ক্ষমতায় ফিরবে বলেও এদিন দাবি করেন এই কেন্দ্রীয় মন্ত্রী।