আজকাল ওয়েবডেস্ক: এক জায়গায় অভিযানের যেতে অসম পুলিশের দল ভরসা করেছিল গুগল ম্যাপের ওপর। আর এই নির্ভরতার জন্যই বড় বিপর্যয় ঘটে গেল। সম্পূর্ণ অন্য রাজ্য়ে পৌঁছে গেল পুলিশ। আর তারপরই গুন্ডা ভেবে পুলিশকেই ধরে উত্তম-মধ্যম দিলেন গ্রামবাসীরা!
ঘটনা গত ৭ জানুয়ারির। সেই মঙ্গলবার রাতে গাড়ি নিয়ে অভিযানে বেরিয়েছিল অসম পুলিশের ১৬ জনের একটি দল। গন্তব্যে পৌঁছতে পুলিশ গুগল ম্যাপে ভরসা করেছিল। কিন্তু, শেষপর্যন্ত সেই ভরসাই এমন কাল হবে তা স্বপ্নেও ভাবেননি ওই পুলিশ কর্মীরা। অসম পুলিশ গাড়ি নিয়ে সোজা পৌঁছে যায় নাগাল্যান্ডের মোকোকচুং জেলায়।
এরপরই মর্মান্তিক ঘটনার মুখোমুখি হয় অসম পুলিশের ওই ১৬ জন কর্মী। মোকোকচুংয়ের বাসিন্দারা সন্দেহের বশে পুলিশদের গুন্ডা ভেবে মারতে শুরু করেন। আসলে, অভিযানের সময় অসম পুলিশের এক-দু'জন বাদে বাকিরা কর্মীদের কেউই উর্দিতে ছিলেন না। ছিলেন সাদা পোশাকে। প্রত্যেকের কাছেই ছিল অস্ত্র ছিল। এতেই পুলিশকে গুন্ডা ভেবে ভুল করে বসেন গ্রামবাসীরা।
ঘটনার উত্তাপ যখন বাড়ছে তখনই নাগাল্যান্ড পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রথমে ৫ জন, পরে আরও ১১ জন অসম পুলিশের কর্মীকে ছেড়ে দেওয়া হয়। গ্রামবাসীরা অসম পুলিসের কাছে ক্ষমা চেয়ে নেন।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, একজন পুলিশ কর্তা দাবি করেচেন যে- গুগল ম্যাপে ভুল করে একটি চা বাগানে ঢুকিয়ে দিয়েছিল। অসমের বদলে সেটি আসলে নাগাল্যান্ডে ছিল। ফলে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।ব তাঁর কথায়, "১৬ জন কর্মীর মধ্যে মাত্র তিনজন ইউনিফর্ম পরা ছিলেন এবং বাকিরা সাদা পোশাকে ছিলেন। এর ফলে স্থানীয়দের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। তারা পুলিশের দলটির উপরও চড়াও হয়েছিলেন। এতে আমাদের একজন কর্মী আহত হয়েছেন।"
