আজকাল ওয়েবডেস্ক: হামাসকে কি জঙ্গি গোষ্ঠী হিসেবে ঘোষণা করবে কেন্দ্র সরকার ? এমনই এক লিখিত প্রশ্নের উত্তর নাকি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি। তাঁর উত্তরের স্ক্রিনশট রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু খোদ লেখি স্পষ্টভাবে জানিয়ে দিলেন তিনি এমন কোনও কাগজে স্বাক্ষরই করেননি। ঠিক কী লিখেছেন লেখি, আপনাদের কাছে ভুল তথ্য গিয়েছে। আমি এমন কোনও প্রশ্নের উত্তর লেখা কাগজে স্বাক্ষর করিনি। মীনাক্ষীর এই দাবির পর শিব সেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, মীনাক্ষী লেখি প্রতিক্রিয়াটিকে অস্বীকার করেছেন। তিনি জানান, এমন উত্তরের খসড়া কে লিখল তাঁর জানা নেই। যদি এই দাবি ভুয়ো হয় তবে বলতে হবে গুরুতর কোনও নিয়ম লঙ্ঘন করা হয়েছে। প্রসঙ্গত, ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলন হামাসকে জঙ্গি ঘোষণা করার জন্য কেন্দ্রকে অনুরোধ করেছিল। তবে তাঁর অনুরোধকে এখনও কার্যকর করেনি মোদি সরকার। এই পরিস্থিতিতে এই ঘটনা কিছুটা হলেও অস্বস্তিতে ফেলতে পারে বিজেপি সরকারকে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে যেমন তদন্ত করা হয়েছিল। এক্ষেত্রেও তেমন করা হবে কিনা সেই প্রশ্নই করছেন রাজনীতির কারবারিরা।
