আজকাল ওয়েবডেস্ক: যত দিন যাচ্ছে দেশের মানুষকে অবাক করছে বেঙ্গালুরু। দেশের প্রযুক্তি হাব আবারও ভাইরাল এক অদ্ভুত কারণে। বেঙ্গালুরুর হেব্বালের কাছের একটি এলাকার ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার ঠিক মাঝখানে তৈরি করা বিশালাকায় একটি বৈদ্যুতিক টাওয়ার। সেই টাওয়ারটি দেখে এলাকাবাসী তথা নেটিজেনরা বাকরুদ্ধ।

ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, “আসুন আপনাদের দেখাই বেঙ্গালুরু কারিগরি সৌন্দর্যের নমুনা।“ ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। এর শুরু হয়েছে মিমের বন্যা।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক আরোহীকে রাস্তার একটি অংশ দিয়ে যেতে দেখা যাচ্ছে যেখানে একটি বিশাল হাইটেনশন ট্রান্সমিশন টাওয়ার পথ আটকে রেখেছে। অনেকের কাছেই রাস্তার মাঝে টাওয়ার তৈরির পরিকল্পনা অযৌক্তিক বলে ঠেকেছে। অনেকেরই এটিকে বেঙ্গালুরুর বিশৃঙ্খল নগর পরিকল্পনার প্রতীক বলে মনে হয়েছে।

?ref_src=twsrc%5Etfw">June 18, 2025

হাসিতে ফেটে পড়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, “কোনটি আগে তৈরি করা হয়েছে, টাওয়ার না রাস্তা? খোঁজ নেওয়া দরকার।“ অন্য একজন লিখেছেন, “বেঙ্গালুরুর আইফেল টাওয়ার।“ একজন ঠাট্টা করে লিখেছেন, “বেঙ্গালুরুবাসী এটি দেখার জন্য লাইন লাগিয়ে দেবেন।“ 

এলাকাটির সঙ্গে পরিচিত এক ব্যক্তি লিখেছেন, “এটি হেব্বাল কেম্পাপুরাতে অবস্থিত। এলাকাবাসীরা হাইটেনশন টাওয়ারের চারিদিকে বাড়ি বানিয়ে ফেলেছেন। ৩০ বছর আগেও এখানে কোনও বাড়ির অস্তিত্ব ছিল না।“ তিনি আরও জানিয়েছেন, মাটির তলা দিয়ে বিদ্যুতের লাইন নিয়ে যাওয়ার কাজ চলছে। অল্প কিছুদিনের মধ্যেই হাইটেনশন তার সরিয়ে ফেলা হবে। সম্ভবত টাওয়ারটিকেও সরানো হবে।

হেব্বাল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।