আজকাল ওয়েবডেস্ক : সুকমাতে ফের মাও হানা। মাটির নিচে পুঁতে রাখা এলইডি থেকে উড়ে গেল সেনাবাহিনীর ট্রাক। দুই সেনা জওয়ান সেখানেই মারা যান। গোটা এলাকা ঘিরে ফেলেছে সেনা ও পুলিশ। শুরু হয়েছে অভিযান। পুলিশের এক কর্তা জানান, মাওবাদিরা বিভিন্ন ঝোপের আড়ালে বোমা লুকিয়ে রাখছে। ফলে সমস্যা হচ্ছে। কীভাবে এই হামলা থেকে বাঁচা যায় তা নিয়ে শুরু হয়েছে বৈঠক। মাওবাদিরা সরাসরি আক্রমণ না করে পিছন থেকে হামলা চালিয়ে যাচ্ছে। তবে এর যোগ্য জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্তা।