আজকাল ওয়েবডেস্ক:‌ শরীরচর্চায় মরিয়া। তাই ল্যাম্পপোস্টে উঠেও বাদ রাখলেন না শরীরচর্চা করতে। ভিডিওটি দেখলে অবাক হবেন আপনিও। 


রীতিমতো মৃত্যুকে হাতে নিয়ে শরীরচর্চা করছেন এক ব্যক্তি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। ভিডিওটি দেখা মাত্রই নেটিজেনদের চোখ ছানাবড়া হয়ে গিয়েছে।

 ওই ভিডিওতে এক ব্যক্তিকে ল্যাম্পপোস্টের বিদ্যুতের তার ধরে পুল আপ করতে দেখা যাচ্ছে। তাও আবার একদম ল্যাম্পপোস্টের মাথায় উঠে। এরপর শরীরচর্চা শেষ করে ওই ব্যক্তি আবার উঠে বসছে। ব্যক্তির চেহারায় ছিল না ভয়ের কোনও ছাপ। ভিডিওটির ওপরে লেখা ছিল, ‘যত্রতত্র শরীরচর্চা করুন।’ এই লেখাটি ভিডিওটিকে আরও ভাইরাল করে তুলেছে।

 ভাইরাল ভিডিওতে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে।কমেন্টে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। কমেন্টে একজন লিখেছেন, ‘‌মৃত্যুর সঙ্গে ট্রেনিং।’‌ আর একজন লিখেছেন, ‘‌বৈদ্যুতিক উপায়ে শরীরচর্চা।’‌