আজকাল ওয়েবডেস্ক: এবার পুরুষরাও পাচ্ছেন মাতৃত্বকালীন ছুটি! বিহারের এক শিক্ষক সদ্যজাত সন্তানের দেখভালের জন্য ছুটির আবেদন করেছিলেন। এরপরই প্রশাসন তাঁর মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর করে। শিক্ষকও টানা সাতদিন মজা করে ছুটি কাটিয়েছেন। 

উদ্ভট এই বিষয়টি সরকারি শিক্ষা বিভাগের পোর্টাল থেকে প্রকাশ্যে এসেছে। সেখানে লেখা ছিল, বৈশালী জেলার মহুয়ার হাসানপুর উচ্চমাদ্যমিক স্কুলের শিক্ষক জিতেন্দ্র কুমারকে চলতি মাসের ২-১০ তারিখ পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়েছে। বিষয়টি জানাজানি হেই নিন্দার ঝড় বয়ে যায়। এরপরই মুখ কোলেন বৈশালী জেলার শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অর্চনা কুমারী। বলেন, "প্রযুক্তিগত ভুলেই এই ঘটনা। শিক্ষকের পিতৃত্বকালীন ছুটির আবেদনে ভুল করে মাতৃত্বকালীন ছুটি দেখাচ্ছে। বিষয়টি জানার পরই সংশোধন করা হয়েছে।" কেন এমন গন্ডগোল তা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন এই আধিকারিক।

অর্চনাদেবী জানিয়েছেন, শিক্ষিকারা মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকে। তবে শিক্ষকরাও সদ্যজাতকে দেখভালের জন্য 'পিতৃত্ব অবকাশ' পান। 

অনেক শিক্ষকের অভিযোগ, পোর্টালের মাধ্যমে ক্যাজুয়াল লিভের আবেদন করলেও আর্ন লিভ কেটে নেওয়া হচ্ছে।